কাওরান বাজার ব্লকেড মুঠোফোন ব্যবসায়ীদের, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

কাওরান বাজার ব্লকেড মুঠোফোন ব্যবসায়ীদের, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

Manual6 Ad Code

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার ব্লকেড করে মুঠোফোন ব্যবসায়ীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ব্লকেড করে তারা। পরে পুলিশ লাঠিপেঠা করে তাদের সরিয়ে দেয়। এরপর দেড়টার দিকে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

Manual6 Ad Code

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুভোর্গে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্লোগান দেন মুঠোফোন ব্যবসায়ীরা।মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। তাদের একটি অংশ পুনরায় বেলা ১২টার দিকে এসে সড়কে বসে পড়ে। পরে পুলিশ লাঠিপেঠা করে। জলকামান ও সাউন্ডগ্রেনেডও ব্যবহার করে। কয়েকজনকে আটক করা হয় এ সময়।

পরে যানবাহন চলাচল শুরু হয়। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে কয়েক দিন ধরেই মুঠোফোন ব্যবসায়ীরা বিক্ষোভ করে আসছেন।

Manual1 Ad Code