ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতারের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পের নেতৃত্ব ও মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন। এক্সে দেয়া পোস্টে নেতানিয়াহু লিখেছেন, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য অভিনন্দন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আপনার দৃঢ় সিদ্ধান্ত ও আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই। সিএনএনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
শনিবার ভেনেজুয়েলায় লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। এর আগে বছরের পর বছর ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ ছিল এবং মাদুরোকে গ্রেপ্তারে ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো মাদক পাচারে জড়িত এবং ২০২৪ সালের নির্বাচন জালিয়াতির মাধ্যমে শাসন নিয়ন্ত্রণ করছিলেন। ট্রাম্প বলেন, অভিযান চলাকালে তিনি মার-এ-লাগো থেকে সরাসরি পুরো ঘটনাটি লাইভ দেখেছেন। ফক্স নিউজ ও ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ড-এ দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি অভিযানের দৃশ্যকে টেলিভিশন প্রোগ্রাম দেখার সাথে তুলনা করেন। ট্রাম্প বলেন, আমি এটা দেখেছি- আক্ষরিক অর্থেই যেন একটা টেলিভিশন শো দেখছি। আপনি যদি সেই গতি, সেই তীব্রতা দেখতে পারতেন। আমরা প্রতিটা দিক থেকেই তা দেখেছি। তিনি বলেন, মাদুরোকে একটি কঠোরভাবে সুরক্ষিত কম্পাউন্ড থেকে ধরা হয়েছে, যা ছিল অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে সম্পন্ন একটি মিশন। ট্রাম্প বলেন, তিনি ছিলেন একদম এক দুর্গের ভেতরে। এটি ছিল এক দুর্দান্ত অভিযান। তিনি আরও যোগ করেন, মার্কিন বাহিনী কয়েক সেকেন্ডের মধ্যেই স্টিলের দরজা ভেঙে ফেলে। আমি আসলে আগে কখনো এমন কিছু দেখিনি।সিএনএনের তথ্য অনুযায়ী, মাদুরোকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাকে ম্যানহাটানের ফেডারেল কোর্টে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলায় তোলার কথা। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার কাছে রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। এই তেল বিশ্বের মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তেল খাত পুনর্গঠন হলে ভেনেজুয়েলা বড় তেল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে এবং পশ্চিমা কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। একইসঙ্গে বৈশ্বিক তেলের দাম স্থিতিশীল রাখতেও এটি সহায়ক হতে পারে বলে জানিয়েছে সিএনএন।
Design and developed by sylhetalltimenews.com