ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬
সিলেটে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার চক কালারাই এলাকার বাসিন্দা আব্দুর রব তালুকদারের ৯ম শ্রেণিতে পড়ুয়া কন্যা (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে তিনি মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ নিখোঁজ ডায়েরির তদন্তভার এসআই শাহজালাল শুভর ওপর অর্পণ করেন। অফিসার ইনচার্জের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাসান (১৮) ও মাহি আহমেদ নয়ন (১৮) নামের দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design and developed by sylhetalltimenews.com