দক্ষিণ সুরমায় পুলিশের  অভিযানে  : আ ট ক ২

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

দক্ষিণ সুরমায় পুলিশের  অভিযানে  : আ ট ক ২

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে দুজনকে আটক করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

Manual3 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) রাজীব মোহন দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকার স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে আটক করা হয় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার মোমিনখলা (আশিক কমিশনারের বাড়ির পাশে) এলাকার মৃত ওয়াতির আলীর ছেলে শামীম আহমদ (৪০) এবং সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বারখলা এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে নাজিম উদ্দিন মুন্নাকে (২৮), যিনি বর্তমানে একই থানার মুছারগাঁও (গৌছ আলীর কলোনি) এলাকায় বসবাস করছেন।

Manual4 Ad Code

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ।

Manual3 Ad Code