সিলেটে যাত্রীবাহি বাসে তল্লাশি : আ ট ক ৩

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

সিলেটে যাত্রীবাহি বাসে তল্লাশি : আ ট ক ৩

Manual1 Ad Code

শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশের তথ্যমতে, সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট–তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশ ১২১ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য চার লক্ষ চুরাশি হাজার টাকা বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার শিবপুর থানার আমাদি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ জেলার সদর থানার শায়েস্তানগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) এবং নরসিংদী জেলার সদর থানার নাগরিয়া কান্দি এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. আসিফ মিয়া (২০)–কে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত কম্বল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Manual5 Ad Code