সিলেটের আনোয়ার ৭ বছরের সা*জা নিয়ে পালিয়ে বেড়ালেন ৬ বছর

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

সিলেটের আনোয়ার ৭ বছরের সা*জা নিয়ে পালিয়ে বেড়ালেন ৬ বছর

Manual6 Ad Code

র‌্যাব-৯, সিলেট সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে।

র‌্যাব জানায়, গত ১২ জানুয়ারি রাতে আনুমানিক ৮টা ৪১ মিনিটে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়।

Manual2 Ad Code

র‌্যাবের তথ্যমতে, আটক ব্যক্তি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৭)। ২০১৯ সালে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। ওই মামলায় ৭ বছরের সাজা হয় আনোয়ারের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

Manual2 Ad Code

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code