ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬
র্যাব-৯, সিলেট সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে।
র্যাব জানায়, গত ১২ জানুয়ারি রাতে আনুমানিক ৮টা ৪১ মিনিটে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়।
র্যাবের তথ্যমতে, আটক ব্যক্তি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৭)। ২০১৯ সালে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। ওই মামলায় ৭ বছরের সাজা হয় আনোয়ারের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে র্যাব জানিয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Design and developed by sylhetalltimenews.com