যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন গ্রেপ্তার

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মাধবপুর মনতলা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মাধবপুর থানাপুলিশ।

Manual7 Ad Code

মোশাররফ হোসেন বহড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট ছাত্র-আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা ভাঙচুর অগ্নিসংযো ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মোশাররফের বিরুদ্ধে। বর্তমানে তার বিরুদ্ধে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য গ্রুপকে সংগঠিত করার অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা।

উল্লেখ্য, বহড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মামলার আসামী হিসাবে আত্মগোপনে চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন মোশাররফ হোসেন।

Manual3 Ad Code

তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন মাধবপুর থানার ওসি।

Manual3 Ad Code