ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেটে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা জুয়া খেলায় জড়িত ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সোবহানীঘাট সবজি বাজারের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার চাপাদাহ গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের আরব আলীর ছেলে শাহীন আহমদ (২৭), একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আবু বক্কার (২৪), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহম্মদ (৪০) এবং জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের আমির আলীর মেয়ে মোছা. নার্গিস আক্তার (৪০)। তারা সবাই সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com