সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

Manual5 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. আলমগীর (৩৫) সিলেটের বালাগঞ্জের রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তিনি আম্বরখানা বড়বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এসময় সুইপার কলোনী গেইটের সামনে থেকে ৪শ ৩৮ পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৩১ হাজার ৪শ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code