ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ট্রাম্পের  বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে  প্রতিবাদ বিক্ষোভ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

Manual3 Ad Code

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘নো কিং’ বা ‘রাজা নয়, গণতন্ত্র চাই’ শিরোনামে আয়োজিত এই বিক্ষোভে স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যানজেলেসসহ দেশের বিভিন্ন শহরে লাখো মানুষ অংশ নেয়। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে সকালে শুরু হওয়া সমাবেশে মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়। পুরো এলাকা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘ডেমোক্রেসি নট মনার্কি’ (গণতন্ত্র, রাজতন্ত্র নয়) এবং ‘দ্য কনস্টিটিউশন ইজ নট অপশনাল’ (সংবিধানকে উপেক্ষা করা যাবে না)। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, রাস্তা ও সাবওয়ের প্রবেশপথগুলোতে জনতার ঢল নামায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ