ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ট্রাম্পের  বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে  প্রতিবাদ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘নো কিং’ বা ‘রাজা নয়, গণতন্ত্র চাই’ শিরোনামে আয়োজিত এই বিক্ষোভে স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যানজেলেসসহ দেশের বিভিন্ন শহরে লাখো মানুষ অংশ নেয়। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে সকালে শুরু হওয়া সমাবেশে মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়। পুরো এলাকা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘ডেমোক্রেসি নট মনার্কি’ (গণতন্ত্র, রাজতন্ত্র নয়) এবং ‘দ্য কনস্টিটিউশন ইজ নট অপশনাল’ (সংবিধানকে উপেক্ষা করা যাবে না)। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, রাস্তা ও সাবওয়ের প্রবেশপথগুলোতে জনতার ঢল নামায় যান চলাচল বন্ধ হয়ে যায়।