গণভোট নিয়ে বিতর্কের সমাধান আলোচনার টেবিলেই চায় বিএনপি

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

গণভোট নিয়ে বিতর্কের সমাধান আলোচনার টেবিলেই চায় বিএনপি

Manual5 Ad Code

সিলেট অলটাইম নিউজ :জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি ও গণভোট নিয়ে বিতর্কের সমাধান আলোচনার টেবিলেই করতে চাচ্ছে বিএনপি। তবে দলটি মনে করছে- বল এখন সরকারের কোর্টে। এক্ষেত্রে সরকার তাদের আলোচনার টেবিলে ডাকলে তারা যাবে। আরও যদি রাজপথে ঠেলে দেয় তাহলে তারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিছু হটবে না। জাতীয় ঐকমত্য কমিশনকে সব সময়ই সহযোগিতা করে আসছে দলটি। সংস্কার প্রশ্নেও বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে। যদিও রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে যে- তারা সংস্কার চায় না। সম্প্রতি সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেয়ার জন্য ঐকমত্য কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করার পর আবারো সেই একই সুর উঠেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। এই অনৈক্য বর্তমান সরকার, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৃষ্টি করেছে বলে মনে করে বিএনপি। এ কারণে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে এবং নির্বাচন পিছিয়ে গেলে তার জন্য প্রধান উপদেষ্টা এবং এই দুই দল দায়ী হবে বলেও মনে করছেন বিএনপি’র নেতারা।  এই মতবিরোধের কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কেউ কেউ অনিশ্চয়তা দেখছে। যদিও অনিশ্চয়তার বিষয়টি আমলে নিচ্ছে না বিএনপি। তারা কোনো ফাঁদে পা দিতে চায় না। তাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিক হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হবে না। আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি ও গণভোটে যে মতভেদ তৈরি হয়েছে তা নিয়ে প্রয়োজনে তারা আবারো প্রধান উপদেষ্টার কাছে যাবেন।

Manual4 Ad Code

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি, গণভোট এবং নির্বাচন নিয়ে বিএনপি’র নেতারা মানবজমিনকে জানিয়েছেন, জামায়াতে ইসলামী ৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, ৭১ সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তাদের এখন বিরাট রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত করার চেষ্টা করছে বর্তমান সরকার। অন্তর্বর্তী সরকার এবং জামায়াত ও এনসিপি শুধু বিএনপি’র বিরোধিতাই করে যাচ্ছে। এরপর বিএনপি এগুলো সহ্য করবে না। যে অনৈক্য সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে বর্তমান উপদেষ্টা পরিষদ।

ওদিকে ২৭০ দিন ঐকমত্য কমিশনে আলোচনার পর জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো এখন পরস্পরবিরোধী। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখোমুখি অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কমিশন সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে তা অগ্রহণযোগ্য বলে মনে করছে বিএনপি। সনদের কয়েকটি দফা বিএনপি’র অগোচরে সংশোধন করা হয়েছে বলেও অভিযোগ দলটির। সংসদ নির্বাচনের আগে গণভোটও মানবে না তারা। ওদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজনের পক্ষে জামায়াত। দলটি জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে। এ ছাড়া জামায়াতসহ ৮টি দল নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে আন্দোলনে রয়েছে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখার পরই সনদ স্বাক্ষর বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। রাজনৈতিক এই মতবিরোধে দ্বিধায় পড়েছে সরকার। যদিও গণভোটসহ সনদ বাস্তবায়নের বিষয়ে ১৫ই নভেম্বরের আগেই সিদ্ধান্ত নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code