ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেটের জৈন্তাপুর থেকে ওদের ৩জনকে খাঁচায় পুরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ সদস্যরা।
শনিবার (১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জৈন্তাপুর থানার ঠাকুরের মাটি গ্রামের মতিন্দ পাত্রের ছেলে নাগেশ্বর পাত্র (৩৫), আদর্শ গ্রামের বাবুল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬) ও মোকামপুঞ্জীর বদই পাত্রের ছেলে কুশ পাত্র (২২)।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোকামপুঞ্জী যাত্রী ছাউনির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন লোক পালাতে চেষ্টা করে। তাদের দ্রæত আটক করে তল্লাশী করা হলে তিনজনের হেফাজতে ৬১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে।
পরে অপর এক অভিযানে রাত সাড়ে ১০টার দিকে নয়াখেল বাজারে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি একটি পিকআপ রেখে পালিয়ে যায়।
ওই পিকআপ তল্লাশী করে ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। পিকআপটিও আটক করা হয়েছে।
পৃথক এই দুই অভিযানে আটক পিকআপসহ তিন ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক মামরা দায়ের করে জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com