শাপলা ক‌লি গ্রহণ কর‌ছে এন‌সি‌পি

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

শাপলা ক‌লি গ্রহণ কর‌ছে এন‌সি‌পি

Manual7 Ad Code

দলীয় প্রতীক হি‌সে‌বে নির্বাচন ক‌মিশ‌নের নতুন সং‌শোধিত তা‌লিকায় যুক্ত করা শাপলা ক‌লি গ্রহণ কর‌ছে এন‌সি‌পি। রোববার বি‌কে‌লে রাজধানীর আগারগাঁও‌য়ে ‌নির্বাচন ভব‌নে এ কথা জানান দল‌টির মূখ‌্য সমন্বয়ক নাসীরুদ্দীন পা‌টোয়ারী। তি‌নি ব‌লেন, আমরা শাপলা ক‌লি নেব। কিন্তু শাপলা কেন দেয়া হ‌লো না সেই ব‌্যাখ‌্যা আমরা এখনও পাইনি।

Manual2 Ad Code

আগামীতে ধা‌নের শীষ এবং শাপলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হ‌বে- যোগ ক‌রেন পা‌টোয়ারী।

Manual6 Ad Code