২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের বদলে কমালা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের বদলে কমালা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল

Manual2 Ad Code

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল বিতর্কের মধ্যে সরে দাঁড়ান ডেমোক্রেট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরিবর্তে প্রার্থী করা হয় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। তিনি নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন। কিন্তু জো বাইডেনের পরিবর্তে কমালাকে প্রার্থী করা ডেমোক্রেটদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন অভিনেতা ও রাজনৈতিক সমর্থক জর্জ ক্লুনি। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের বদলে কমালা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল।

তিনি আরও জানান, নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত নিজের প্রবন্ধ নিয়ে কোনো অনুশোচনা অনুভব করেন না। ওই প্রবন্ধে তিনি ডেমোক্রেটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করার পরামর্শ দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। জর্জ ক্লুনি ডেমোক্রেট দলের একজন বড় ডোনার। তিনি সানডে মর্নিং শো’তে বলেন, তিনি চাইতেন নতুন প্রাইমারি নির্বাচন হোক, যাতে প্রার্থীকে দ্রুত পরীক্ষা করা যায়।

Manual5 Ad Code

কিন্তু তার পরিবর্তে কমালা হ্যারিসকে পার্টির প্রতিনিধি ডেলিগেটদের ভার্চুয়াল ভোটের মাধ্যমে মনোনীত করা হয়। ক্লুনি বলেন, আমাদের একটি সুযোগ ছিল। আমি চাইছিলাম প্রাইমারি হোক, দ্রুত পরীক্ষা হোক। আমার মনে হয় হ্যারিসের ক্ষেত্রে সমস্যা হলো তাকে নিজের রেকর্ডের বিরুদ্ধে লড়াই করতে হলো। এটি খুব কঠিন কাজ। আমি সত্যি বলতে চাই, এটি একটি ভুল ছিল। কিন্তু আমরা যেখানে আছি সেখানে পৌঁছে গিয়েছি। আমরা আরও হাউস আসন হারাতাম বলে বলা হয়েছে। তাই আমি ঠিকমতো বলতে চাইছি- আমরা সত্য বলব।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ