ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) অনভিপ্রেত ও পরস্পরবিরোধী মন্তব্য করার অভিযোগে সিলেট জেলার বিভিন্ন সংসদীয় আসনের কিছু নেতাকর্মীকে কঠোরভাবে সতর্ক করেছে সিলেট জেলা বিএনপি।
রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ করছেন। তারা ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট দিচ্ছেন, যা দলের ঐক্য ও শালীন রাজনীতির পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ বা অপপ্রচার কখনোই কাম্য নয়।
অতএব, জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে- ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নির্দেশনা অমান্য করলে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে
Design and developed by sylhetalltimenews.com