সিলেট ১ মনোনয়ন পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

সিলেট ১ মনোনয়ন পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

Manual1 Ad Code

অনেক আগে থেকেই সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছিল। আলোচনাও চলছিল বেশ জোরালোভাবে। অবশেষে পিতার পদাঙ্ক অনুসরণ করে আবারও সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৮ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন তিনি। তারও আগে ১৯৯১ সালের নির্বাচনে এই আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তার পিতা খন্দকার আব্দুল মালিক।

Manual2 Ad Code

সিলেট-১ কে বিশেষ মর্যাদার আসন হিসাবে দেখেন সারাদেশের রাজনীতিবিদরা। জনশ্রুতি আছে, এ আসনে যে দল নির্বাচিত হয়, তারাই সরকার গঠন করে। ১৯৯১, ১৯৯৬,২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে তাই ঘটেছে।

Manual3 Ad Code

যদিও এর ব্যতিক্রমও আছে। তবু সিলেট-১ আসনের মর্যাদা বিশেষ কিছু।

এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে খন্দকার আব্দুল মুক্তিাদিরের শক্ত প্রতিপক্ষ ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সণের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

Manual5 Ad Code