ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
সিলেট মহানগরীতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের লালবাজার এলাকার ‘হোটেল এমদাদিয়া’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাকিম উল্লাহ (২৬), বিল্লাল হোসেন (৪০), মোছা. মিতা বেগম (২৮) ও মোছা. কুলসুমা বেগম (৩৬)।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন লালবাজার এলাকার ‘হোটেল এমদাদিয়া’ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অভিযান চালায় পুলিশ। তখন হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ২ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর-৪৬৮, তারিখ ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ও অসামাজিক কর্মকাণ্ড দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
Design and developed by sylhetalltimenews.com