ডিবি অভিযানে চারজন আটক

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

ডিবি  অভিযানে চারজন আটক

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তাদের জুয়া খেলার অভিযোগে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

রোববার (৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শতাব্দী গলির ভেতরে এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual3 Ad Code

আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। অনলাইনে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code