ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতাসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল এবং শান্ত তালুকদার।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
ওই সমাবেশ চলাকালীন পুলিশ সেখানে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
উল্লেখ্য, এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ।
সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের আন্দোলনে সড়ক অবরোধসহ বিক্ষোভ হয়।
ওই আন্দোলনে বাসদ ও সিপিবির নেতাদের সম্পৃক্ততা থাকার অভিযোগ করেছে পুলিশ।
Design and developed by sylhetalltimenews.com