ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫
জকিগঞ্জে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৭ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৫) এবং ছালিয়াকাঁপন গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুহুল আমীন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com