সিলেটের হালিমা হত্যা মামলায় র‍্যাবের হাতে আটক ১

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

সিলেটের হালিমা হত্যা মামলায় র‍্যাবের হাতে আটক ১

Manual2 Ad Code

সিলেটের হালিমা হত্যা মামলায় একজনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তার নাম মো. জুনেদ আহমদ (২৮)।

রবিবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual3 Ad Code

তারা জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

জুনেদ সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের মৃত হারিছ আলীর ছেলে।

Manual5 Ad Code

জানা যায়, নোয়াগাঁওয়ের এক ওমান প্রবাসীর স্ত্রী মোছা. হালিমা বেগমের লাশ গত ৫ নভেম্বর রাত ৯টার পর বাড়ির পাশে পড়ে থাকতে দেখেন তার মেয়ে। তাকে স্বামীর বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসেন তার চাচা বাবুল মিয়া।
এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল যার সামনে ও পেছনে দুটি গিটও দেওয়া হয়েছিল। মেয়ের ধারনা, পারিবারিক বিরোধের জের ধরে তার চাচা আলী হোসেন ও বাবুল মিয়া এবং তার স্ত্রী নাছিমা মিলে হালিমা বেগমকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার পর বাড়ির ছাদ থেকে লাশ নিচে ফেলে দিয়েছেন।

তাদের সঙ্গে শুধু পারিবারিক বিরোধই নয়, হালিমাকে আলী ও বাবুল বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিতেন বলে জানায় র‌্যাব

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং ৪/৬/১১/২৫)। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃত জুনেদের সম্পৃক্ততা পায়।

তাকে জালালাবাদ থানায় হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহীদুল ইসলাম সোহাগ।

Manual1 Ad Code