সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ১৭ নভেম্বর

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

Manual1 Ad Code

আগামী ১৭ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ২০২৫। জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে   নগরীর জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের হল রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

আয়োজকেরা জানান, আগামী ১৭ নভেম্বর নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ফিলিস্তিন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম কায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা আরও বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখন্ডের বিষয় নয় বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও মানবাধিকার বিরোধী ঘটনা। বহু বছর ধরে ফিলিস্তিন বাসী অত্যাচারিত ও নিপীড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকটের প্রতি যথাযথ মনযোগ দিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

Manual1 Ad Code

আসন্ন ফিলিস্তিন সম্মেলন ফিলিস্তিনের জনগণের প্রতি সিলেট তথা বাংলাদেশের সংহতি প্রকাশ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান প্রকাশের এক মহা সুযোগ উল্লেখ করে আয়োজকেরা বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আলেম মাওলানা ফজলুর রহমান ইসলামি বিশ্বের প্রভাবশালী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাক্তি। ইতিমধ্যে কাশ্মির, ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে তিনি রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা রেখেছেন। ফিলিস্তিন বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে প্রখ্যাত এই আলেমের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পেতে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া এর আয়োজনে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানান আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code