ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় তার ছেলে আসাদকে দ্বিতীয় দাফায় রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
এই আবেদনের উপর মঙ্গলবার সকালে শুনানী অনুষ্টিত হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
সোমবার (১০ নভেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে প্রথম দফায় তাকে পাঁচদিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। তবে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তবে রিমান্ডে থাকাকালে আসাদ একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এরআগে, মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ৩ দিনের রিমান্ডে নিয়ে আসে। পুলিশের দায়ের করা হত্যা মামলায় নিহত রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে গ্রেফতার দেখিয়ে শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে রিমান্ড শুনানী শেষে আসাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পারিবারিক সূত্র জানায়, নিহত আবদুর রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সন্তানদের মধ্যে মাস দুয়েক আগে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারাও করে দিয়েছিলেন তিনি।
আব্দুর রাজ্জাক হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল কামাল হত্যা মামলাটি করেন।
মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে পরিবারের কয়েকজন সদস্যের নাম মামলার বিবরণে সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়।
Design and developed by sylhetalltimenews.com