ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :দক্ষিণ সুরমায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের পর মিছিলকারীদের খুঁজতে উত্তর সুরমার ছড়ারপাড়ে সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িতে অভিযান করে তল্লাশি চালিয়েছে পুলিশ।
লন্ডন থেকে এই অভিযোগ করেছেন কামরানপুত্র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু।
সোমবার মধ্যরাতে এই অভিযানে তার খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে তারই চাচাতো ভাই, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে পুলিশ। যুক্তরাজ্য থেকে এমনই অভিযোগ করেছেন শিপলু। তবে পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে আকরাম আহমদ নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে এবং খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, “আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে শিপলু ও আকরামের পরিবারের দাবি, পুলিশ সাবেক মেয়র কামরানের ছড়ারপাড়ে বাড়িতে গিয়ে শিপলু এবং তার চাচাকে খুঁজছিল। তাদের না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা এই ঘটনাকে অন্যায় ও হয়রানি হিসেবে অভিযোগ করেছেন।
এ বিষয়ে শিপলুকে পুলিশের বরাত দিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার চাচাতো ভাই একটি কিশোর ছেলে। যেখানে সে পড়াশোনা করে সেখানে কোনো ছাত্র রাজনীতি নেই। একটি মহলের ইন্ধনে আমাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”
খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, “আকরাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি কিছু জানি না।”
Design and developed by sylhetalltimenews.com