লায়েক আহমদ জিকুর আব্বা আহমদ আলী আর নেই

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

লায়েক আহমদ জিকুর আব্বা আহমদ আলী  আর নেই

Manual2 Ad Code

সিলেট অলটাইম নিউজ :বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক লায়েক আহমদ জিকুর আব্বা আহমদ আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন আজ বুধবার বিকেল ৪ টা ৫৫ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বহুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।জানাযার নামাজ আজ বুধবার রাত ১১ টায় করসনা শাহী ঈদগাহে সম্পন্ন করা হবে।