দক্ষিণ সুরমায় সাতমাইল থেকে ভারতীয় পণ্যেসহ আটক ১

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

দক্ষিণ সুরমায় সাতমাইল  থেকে ভারতীয় পণ্যেসহ আটক ১

Manual3 Ad Code

এমরান ফয়ছল :সিলেটের দক্ষিণ সুরমা থেকে নোমান মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে ভারতীয় পণ্যের বিশাল চালান।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে লালাবাজারের সাতমাইল গ্রামের রানা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

Manual7 Ad Code

নোমান ব্রাহ্মনবাড়িয়া নবীনগরের জিনোদপুর গ্রামের মিজানুর রহমান ও খোরশেদা বেগমের ছেলে। বর্তমানে তিনি লালাবাজারের সাতমাইল গ্রামে থাকেন।
তার হেফাজত থেকে পুলিশ ৭ লাখ ২০ হজার টাকার ভারতীয় শাড়ী, ১৮ লাখ ৩৮ হাজার টাকার ফেয়ারনেস বিউটি ফেসওয়াস, ২৫ লাখ ২০ হাজার টাকার বেটনোবেট ক্রিম ও ৯ লাখ ৯০০ টাকার ক্লপ জি ক্রিম জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমায় থানায় মামলা (নং ৮/ ১৪/১১/২৫) দায়ের নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual1 Ad Code