শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে  থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিলো দুর্বৃত্তরা

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Manual1 Ad Code

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

Manual6 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনেচি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

Manual8 Ad Code