ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনেচি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
Design and developed by sylhetalltimenews.com