ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার (সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ড) রায়েরগ্রামে ৩টি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩ বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। একে একে পাশাপাশি ৩টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট পৌঁছলেও রাস্তায় সংস্কার কাজের জন্য দমকাল বাহিনীর বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। পরে ছোট গাড়ি গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার ফাইটাররা।
এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ অগ্নকান্ডের খব জানিয়েছেন লাউয়াই এলাকার বাসিন্দা ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আব্দুল্লাহ শিহাব।
এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সিলেট-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
Design and developed by sylhetalltimenews.com