দ্বীপের মরদেহ ঢাকায় পৌঁছেছে ভোরে আসবে সিলেটে

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

দ্বীপের মরদেহ ঢাকায় পৌঁছেছে ভোরে আসবে সিলেটে

Manual5 Ad Code

সিলেট অলটাইম নিউজ :মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার উদ্দেশ্যে অবস্থানকালে আকস্মিকভাবে মারা যাওয়া সিলেটের দ্বীপের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কফিনবন্দি মরদেহ কুয়ালালমপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

Manual2 Ad Code

দ্বীপের ভাই দিবাকর দাস ধ্রুব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। এরপর মরদেহ নিয়ে সিলেটে রওয়ানা হবে। ভোরে সিলেটের গোপালটিলায় আনা হবে। শুভানুধ্যায়ীদের দেখার জন্য কিছু সময় মরদেহ রাখা হবে। পরে গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে নিয়ে যাওয়া হবে।

Manual6 Ad Code

দ্বীপ গত মাসে উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় যান। গত ১২ নভেম্বর (বুধবার) ভোরে কুয়ালালমপুরের একটি হাসপাতালে বুকে ব্যথা অনুভবের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি একুশ বছর বয়সে প্রয়াত হন।

দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসাত্মক ভিডিও তৈরি করতেন। এতে তার পরিবারের সদস্যরাও অংশ নিতেন। এই ভিডিওগুলোতে দ্বীপের জনপ্রিয়তা বৃদ্ধি পেত।

দ্বীপের আকস্মিক মৃত্যু সিলেটজুড়ে শোকের ছায়া ফেলেছে। তার পরিবার গোপালটিলায় বসবাস করেন, মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে। তিনি ছিলেন দুই ভাইয়ের বড়।

Manual7 Ad Code