ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন নবাবরোড এলাকায় প্রাইভেটকার থেকে এক মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় মধ্যরাতে একজনকে আটক করেছে লামাবাজার ফাঁড়ি পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালাদিঘীর পাড় এলাকা থেকে হিসাম আহমদ (২০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি সিলেট মহানগরীর লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা–এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অপহরণের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Design and developed by sylhetalltimenews.com