অক্টোবরে সিলেট বিভাগে ২৬ দুর্ঘটনায় সড়কে ঝড়ছে ২৪ প্রাণ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

অক্টোবরে সিলেট বিভাগে ২৬ দুর্ঘটনায় সড়কে ঝড়ছে ২৪ প্রাণ

Manual7 Ad Code

ডেস্ক নিউজ :: গত অক্টোবর মাসে দেশে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৪১ জন নিহত এবং ১১২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৫৭ জন ও শিশু ৬৩ জন।
বুধবার (১৯ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়ে, অক্টোবর মাসে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩১.০৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯.৫০ শতাংশ।
এ ছাড়া ৯৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২.২২ শতাংশ।
যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান
প্রতিবেদনে দেখা যায়—মোটরসাইকেল চালক ও আরোহী: ১৩৭ জন, বাসযাত্রী: ৩০ জন, >ট্রাক–কাভার্ডভ্যান–পিকআপ–ট্রলি আরোহী: ২৪ জন, প্রাইভেটকার–মাইক্রোবাস আরোহী: ৭ জন, থ্রি-হুইলার যাত্রী: ১০৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী: ৩৪ জন, রিকশা ও বাইসাইকেল আরোহী: ৮ জন, সড়কভিত্তিক দুর্ঘটনার অবস্থান, রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী— জাতীয় মহাসড়কে: ১৬৬টি দুর্ঘটনা, >আঞ্চলিক সড়কে: ১৪৮টি, গ্রামীণ সড়কে: ৮১টি, শহরের সড়কে: ৮৭টি, অন্যান্য স্থানে: ৪টি
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিভাগওয়ারী হিসাবে— ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২১টি দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন।
সিলেট বিভাগে সবচেয়ে কম ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।