ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
সিলেটের শাহপরান (রহ.) থানার অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় পিয়াজ ও একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল এবং মালিকানার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।শুক্রবার বিকেল ৪টার দিকে শাহপরান(রহ.) থানার এসআই প্রণজিৎ মণ্ডলের নেতৃত্বে একটি টহল দল বটেশ্বর এলাকায় সিনেমা হলের বিপরীতে আই বি কমপ্লেক্স ভবনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজার ৯০০ কেজি ভারতীয় পিয়াজ বহনকারী একটি ট্রাকসহ ইমান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানা।অভিযান শেষে পুলিশ ট্রাকটি ও পিয়াজ জব্দ করে। জব্দকৃত পিয়াজের মূল্য পাঁচ লাখ এক হাজার পাঁচশ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ। ট্রাকটিও মালামালের সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Design and developed by sylhetalltimenews.com