কানাইঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

কানাইঘাট সীমান্তে  খাসিয়ার গুলিতে একজনের  মৃত্যু

Manual5 Ad Code

কানাইঘাট লোভাছড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সীমান্তের ওপার থেকে খাসিয়ার ছুড়া গুলিতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Manual6 Ad Code

কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দূর্গা কুমার জানিয়েছেন, শনিবার রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।

মৃত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।

নিহত জামাল উদ্দিন শনিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি। রাত ১১টার দিকে লোভাছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা নিয়মিত টহলের সময় ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Manual5 Ad Code

উল্লখ্য এই সীমান্তে প্রায়ই খাসিয়ার গুলিতে বাংলাদেশী মৃত্যুর ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code