১৮ পিস ইয়াবাসহ সোহেল আটক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

১৮ পিস ইয়াবাসহ সোহেল আটক

Manual7 Ad Code

সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার মহাজনপট্টি কাস্টঘর রোডে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় টহল ও তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করেন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটককৃত সোহেল রানা শান্ত (২৩) বর্তমানে মাছিমপুর বৌ-বাজার, থানা কোতোয়ালী, জেলা সিলেট এলাকার বাসিন্দা। তিনি দিনাজপুরের খানসামা থানার মেদনাপাড়া এলাকার মৃত তাজুল মিয়া তাজুর ছেলে। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা শান্ত দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত আইন–শৃঙ্খলা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।