নগরীর শিবগঞ্জ থেকে  চো র মনির আটক

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

নগরীর  শিবগঞ্জ থেকে  চো র মনির আটক

Manual3 Ad Code

নগরীর শিবগঞ্জ এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সম্প্রতি একাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চোরচক্র দোকানের মালামাল লুট করার পাশাপাশি নগদ টাকাও নিয়ে যায়। একাধিক চুরির ঘটনায় বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নজরদারি করা হয়।মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গেলে ব্যবসায়ী নেতৃবৃন্দ মনির হোসেন (৩৪) নামের এক যুবককে আটক করে শাহপরাণ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সে মানিকগঞ্জ জেলার রায়দক্ষিণ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানায়।এসময় মনির জানান, তার সাথে আরও কয়েকজন সহযোগী রয়েছেন। এদের মধ্যে তার সাথে আলামিন ও জীবন নামের আরও দুই যুবক ছিলো বলে সে জানায়। ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করায় তাকে আলআমিন ও জীবন দুদফায় ৯শত টাকা দেয়। চুরির করার জন্য সে শিবগঞ্জ এলাকায় কয়েকমাস থেকে বসবাস করে আসছে।