সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ

Manual1 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়।

Manual5 Ad Code

ইঞ্জিনে গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় বেলা ১টা পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে এবং প্রায় এক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে বিকল ট্রেন উদ্ধারে রওনা দিয়েছে। তিনি বলেন, “ইঞ্জিন বিকলের কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা প্রয়োজন হলে পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় অনেক যাত্রী রোদে ও গরমে অপেক্ষায় থেকে বিরক্তি ও দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।

Manual3 Ad Code