সিলেটে গভীর রাতে ৪৯ সেকেন্ডে ৩.৪ মাত্রার কম্পন

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

সিলেটে গভীর রাতে ৪৯ সেকেন্ডে ৩.৪ মাত্রার কম্পন

Manual5 Ad Code

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে ৩.৪ মাত্রার এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে। মৃদু এ কম্পনে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া মাত্র ১ মিনিটের ব্যবধানে দেশের দুটি অঞ্চলে—চট্টগ্রাম ও সিলেটে—দুটি পৃথক ভূমিকম্প রেকর্ড হয়েছে।

Manual5 Ad Code

এর আগে ২১ নভেম্বর সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। সাম্প্রতিক এই ধারাবাহিক কম্পন সিলেটবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সিলেট শুধু বাইরের উৎস থেকে আসা ভূমিকম্পে কাঁপছে না, বরং স্থানীয় সক্রিয় ফল্ট লাইনগুলোও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

Manual8 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, ডাউকি ফল্ট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত হলেও কপিলি ফল্টে জমে থাকা শক্তি আরও বড় বিপদের সংকেত দিতে পারে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন খুবই নাজুক। সুরমা বেসিনের নিচে ছড়িয়ে আছে একাধিক ফল্ট লাইন—সিলেট ফল্ট, সুরমা ফল্ট, ডাউকি ফল্ট, আটগ্রাম-ভৈরব লাইনামেন্ট ও চট্টগ্রাম-ত্রিপুরা ফোল্ড বেল্ট। এসব ফল্ট সক্রিয় হলে মাঝারি মাত্রার ভূমিকম্পও ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে।

Manual2 Ad Code