ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, সেখানকার একটি স্থানে প্রকাশ্যে জুয়া খেলার খবর পেয়ে মহানগর ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় তারা ওই আসর থেকে ১২ জনকে আটক করে। ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আটককৃতরা হলেন, খাদিম চা বাগানের মৃত্তিঙ্গা এলাকার মন্টু আহমদের ছেলে মাসুক আহমদ (৩৫), মাঝ লাইন এলাকার মুকেশ চাষার ছেলে স্বন্দীপ চাষা (২৭), মৌলভীবাজার জেলার জুড়ি থানার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকার কোকিল দেবনাথের ছেলে সুমন দেবনাথ (৩২), খাদিম চা বাগানের উত্তর লাইনের মৃত ফুল মিয়ার ছেলে ফরিদ আহমদ (১৫), বরইতলা এলাকার আব্দুর রহমানের ছেলে রহিম মিয়া (৪০), শাহপরাণ উপশহর এলাকার হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫), শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সেবুল আহমদ (৫৫), খাদিম চা বাগানের বরইতলা এলাকার তবদুল খাঁনের ছেলে নজরুল ইসলাম (৩২), শাহপরাণ (রহ.) থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল খালিকের ছেলে রেদোয়ান আহমদ (৩০), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া এলাকার মৃত মোশাহিদ আলীর ছেলে রুনু আহমদ (৪০), শাহপরাণ (রহ.) থানার পশ্চিম বহর আল বারাকা এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. রাজু (৩৪) এবং একই এলাকার দিগন্ত আবাসিক এলাকার ইসলাম আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Design and developed by sylhetalltimenews.com