নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ৬৬ জন আহত

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ৬৬ জন আহত

Manual5 Ad Code

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নভেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমলেও সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। সদ্য প্রকাশিত প্রতিবেদনে জানা যায়— নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি নভেম্বর মাসের এই পরিসংখ্যান প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদনে নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। কম সংঘঠিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। নভেম্বর মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় পাঁচটি দৈনিক, অনলাইন পত্রিকা, জাতীয় দুই দৈনিকের তথ্য, অনুমেয় অপ্রকাশিত ঘটনা এবং নিসচার শাখা সংগঠনগুলোর তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

Manual3 Ad Code

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে  ৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ৪ জন চালক ও ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া নভেম্বর মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হয়েছিলেন। অর্থাৎ নভেম্বর মাসে নিহতের সংখ্যা কিছুটা কমলেও সিলে