ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

Manual5 Ad Code

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি(৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে কী কারণে, কারা তাকে গুলি করেছে তা এখনই বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

 

Manual6 Ad Code

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে হাদি গুলিবিদ্ধ হন পল্টন এলাকায়।  ওসমান হাদির সহযোগীরা বলেন, প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণার জন্য তারা বের হয়েছিলেন। কথা ছিল আজ সোহরাওয়ার্দী উদ্যানে সকলে একত্রিত হয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় যাবেন। সেই উদ্দেশ্যেই দুপুরে সঙ্গীদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছিলেন ওসমান হাদী। পথে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় কে বা কারা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

 

 

 

 

Manual6 Ad Code