হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে

Manual1 Ad Code

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে।

Manual4 Ad Code

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে পৌঁছে।

Manual2 Ad Code

এর আগে একই দিন বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসে। পরে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। একপর্যায়ে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।

Manual7 Ad Code

শরিফ ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল হাসান ফয়সাল। আমিনুল হাসান ফয়সাল হাদির রাজনৈতিক সহযোদ্ধা হিসেবেও পরিচিত।

জানা গেছে, প্রায় চার ঘণ্টার উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা হাদির শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই দীর্ঘ সফরের বিষয়ে সম্মতি দেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন।