ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
নতুন করে আর কোনো ব্যাংক একীভূত করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এছাড়া একীভূতকরণ প্রক্রিয়ার বাইরে থাকা যেসব দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তাদেরকে নিজ উদ্যোগেই গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলেও জানান তিনি। বুধবার এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
তিনি বলেন, আমানতকারীদের টাকা ফেরতের সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোর, যারা গ্রাহকদের থেকে আমানত সংগ্রহ করেছেন। পাঁচটি ব্যাংকের আমানতকারীদের দায়িত্ব সরকার নিয়েছে। বাকি কোনো ব্যাংকের দায়িত্ব সরকার নেবে না।’
খেলাপি গ্রাহকদের কাছে টাকা আটকে যাওয়ায় যেসব ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না, অর্থ উদ্ধারে তাদেরেকে মামলাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে অন্তত ১৭টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি। এগুলোর মধ্যে বেশিরভাগ ব্যাংকই নিয়মিত লেনদেন করতে সমস্যায় পড়ছে। কিছু ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না।
৫০ লাখ টাকা আমানতের বিপরীতে কয়েকটি ব্যাংক ৫০ হাজার টাকাও দিতে পারছে না। যার ফলে গ্রাহকদের তুলতে হচ্ছে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে।
এ অবস্থায় একীভূতকরণ প্রক্রিয়ার বাইরে থাকা দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে আলোচনা হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী নতুন করে আর কোনো ব্যাংক অধিগ্রহণ করা হবে না।’
বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় আছে। এর অংশ হিসেবে বর্তমানে এই প্রতিষ্ঠানগুলো ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে পরিচালিত হচ্ছে।
এই পাঁচটি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করে ও ব্যবস্থাপনা পরিচালকদের অপসারণ করে প্রশাসকদের মাধ্যমে পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক।
Design and developed by sylhetalltimenews.com