কানাইঘাটে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

কানাইঘাটে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

Manual2 Ad Code

সিলেটের কানাইঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কানাইঘাট উপজেলা সভাপতি রাওয়ান আহমদকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রাওয়ান আহমদ (২৬) কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মাসুক আহমদের পুত্র।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রাওয়ান আহমদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট ছিল। এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Manual7 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Manual1 Ad Code