আবদুল লতিফ সিদ্দিকী মঞ্জুরুল আলমকে অন্তবর্তীকালীন হাইকোর্টের জামিন

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

আবদুল লতিফ সিদ্দিকী  মঞ্জুরুল আলমকে অন্তবর্তীকালীন হাইকোর্টের জামিন

Manual6 Ad Code

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

Manual5 Ad Code

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও ফজলুর রহমান এবং আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া।

Manual6 Ad Code

অন্যদিকে মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার এবং আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান আবদুল লতিফ সিদ্দিকীসহ অন্যরা।

Manual2 Ad Code

‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্মে আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম থাকলেও সেখানে তিনি সেখানে ছিলেন না।

ওইদিন বেলা ১১টায় আলোচনা অন্ষ্ঠুান শুরু হয়। এক পর্যায়ে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।

Manual5 Ad Code

পরে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল আসে। সে সময় পুলিশের হাতে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন তারা।