প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীতকরণের সুপারিশ

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীতকরণের সুপারিশ

Manual3 Ad Code

কাঙ্ক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

Manual4 Ad Code

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে নতুন একটি মোর্চা গঠন করে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠনগুলো।

Manual3 Ad Code

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে জাতীয় বেতন কমিশনে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও চলছে। খুব শিগগিরই দশম গ্রেড বাস্তবায়ন হবে। আর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে; বিষয়টি পে কমিশনে আলোচনাধীন।’

Manual4 Ad Code

দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।

এর আগে গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত দেয়।

Manual5 Ad Code

তবে এই সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করায় বৈষম্য সৃষ্টি হয়েছে, যা দূর করতে তারা দীর্ঘদিন ধরে গ্রেড উন্নয়নের দাবি জানিয়ে আসছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।