প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সিলেটে জিডিএফ’র শিক্ষক প্রশিক্ষণ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে সিলেটে জিডিএফ’র শিক্ষক প্রশিক্ষণ

Manual4 Ad Code

যেকোনো বিষয়ের উপর দক্ষতা ও পরিপক্কতা এবং পর্যাপ্ত জ্ঞান অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। সে বিষয়টি মাথায় রেখে সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন সেই সমস্ত শিক্ষকদের আরো বেশি জানতে এবং সে আলোকে সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা করেছে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান, উন্নয়নের লক্ষ্যে এ শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়।

Manual8 Ad Code

সমতার বাংলাদেশ গড়তে তিনি সরকারের পাশাপাশি সংস্থা, প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানান প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে ।

Manual4 Ad Code

৮ নভেম্বর শনিবার সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।
এ সময় তিনি বলেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ সময় উপযোগী প্রদক্ষেপ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই।

Manual1 Ad Code

জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি , সমাজ সেবী লুবনা ইয়াসমিন শম্পা

Manual4 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন-জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী।
উপস্থিত ছিলেন দৈনিক ঢাকার ডাকএর সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সিলেটের ব্যুরো চীফএমদাদুর রহমান চৌধুরী জিয়া, শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি সহ জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ