ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
সোমবার (১০ নভেম্বর) সকালে কমিটির সহ-সভাপতি ডা. মোহাম্মদ আলতাফুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ সময় সাবেক সাধারন সম্পাদক,বর্তমান সভাপতি প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্করও উপস্থিত ছিলেন।
পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন, বিগত ২৬ সেপ্টম্বর সাধারন সভায় কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে তাদেরকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রাখা হয়। কিন্তু তারা না মৌখিক ভাবে, না লিখিত ভাবে, উক্ত পদের জন্য কোনো প্রকার সম্মতি দেন নাই এবং এ ব্যপারে কেউ তাদের সাথে কোনো প্রকার পরামর্শ করা বা যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। এছাড়া উক্ত পদের জন্য কোনো নমিনেশন পত্রও জমা দেয়া হয় নাই, তবুও তাদের নাম রাখা হয়েছে। ডা.মোস্তফা শাহজামান বলেন তা এক ধরনের স্বেচ্ছাচারিতার সামিল।
এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে সিলেট হার্ট ফাউন্ডেশনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন করার যে বিধি বিধান এবং নিতি নির্দেশনা আছে তার কিছুই মানা হয় নাই, বাস্তবে কোন নির্বাচনই হয় নাই।
প্রসঙ্গতঃ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাবেক সাধারন সম্পাদক,বর্তমান কমিটির সভাপতি প্রফেসর ডা.মোঃ আমিনুর রহমান লস্কর কমিটিকে অবগত না করেই ২০২৫-২৭ কার্যকরি কমিটিতে তার পছন্দের কিছু নতুম মুখ এবং পরিবর্তন পরিবর্ধন করেন।
এতে করে সিলেট তথা মরহুম ব্রিগেডিয়ার (অব.) এ মালিকের স্বপ্নের গড়া সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি সঠিক নেতৃত্বের অভাবে হৃদরোগীদের সেবায় পিছিয়ে পড়তে পারে বলে অনেকে অভিমত ব্যাক্ত করেছেন।
Design and developed by sylhetalltimenews.com