ময়মনসিংহে ভালুকজান বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

ময়মনসিংহে ভালুকজান বাজারে   দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Manual6 Ad Code

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের ভালুকজান বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় বাসের চালক জুলহাস মিয়ার মৃত্যু হয়েছে। তার পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতে চালকের বাড়ি ভালুকজানে।

Manual8 Ad Code

ফুলবাড়ীয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ‘সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।

Manual7 Ad Code

ওসি মো. রুকনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

Manual4 Ad Code