রেললাইন তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

রেললাইন তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

Manual8 Ad Code

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সোমবার ভোর ৫ টা বেজে ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে ঢোকার আগে দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় এই ঘটনা ঘটে।

Manual2 Ad Code

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে পৌছাতে পারিনি। তবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে ওই এলাকার ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।’রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।

Manual1 Ad Code

ওই দিন বেলা ৩ টা থেকে আন্দোলন শুরু হওয়ার পর রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০ টি পয়েন্টে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এতে পৌর শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে ব্যবসায়ীরা পৌর শহরসহ আশপাশ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলে।

Manual5 Ad Code

আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগনাল লাইট, স্টেশনে সংযোগ লাইনের বক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্লিপার তুলে নেয়ায় সরে গেছে রেললাইন। এতে বিকাল ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।