রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি

Manual1 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবি ও কর্মজীবী নারীদের জন্য একটি বিশেষ পরিকল্পনার গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় মূলত শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় কি ভাবে কাজ করবো আমরা তার সম্পন্ন নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে।
তিনি বলেছেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করণে বিএনপি কাজ করবে। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার দূরকরণে কাজ করবো সবাই ঐক্যবদ্ধভাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।
তিনি শনিবার (১৫ নভেম্বর) কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থা, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতি, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেট ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে ও নাজির হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির নাছির মিয়া, আল আমিন মোল্লাহ, মো. মুজাহেল, কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থার বাহার মিয়া, মো. সেন্টু মিয়া, লিটন আহমদ, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ সংস্থার সিজান আহমদ, রাসেল আহমদ,  কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেটের আইনুদ্দিন, মাহমুদ হোসেন ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি মনির হোসেন, সেলিম রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ